TERMS AND CONDITIONS
জেরিকো’র ই–সপে আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাসন। আমাদের ই–সপ (অনলাইন সপ) নিম্মলিখিত দুটি ডোমেইন www.jericoBd.com এবং www.jericoBd.xyz এই ওয়েভ ঠিকানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
ওয়েবসাইট দুটির মাধ্যমে নির্ধারিত কিছু শর্তাবলী অনুসরন করে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিবন্ধনের মাধ্যমে কেনাকাটায় অংশগ্রহন অথবা যেকোন তথ্য আহরনসহ বিভিন্ন কাযর্ক্রমে আপনি অংশগ্রহন করতে পারেন। এ ওয়েবসাইটগুলি ব্যবহার করে কেনাকাটা করতে হলে অবশ্যই আমাদের সাইবার শর্তাবলী মেনে রেজিস্ট্রেশন প্র্রকৃয়ার মাধ্যমে করতে হবে এবং নিবন্ধিত সদস্য বা অতিথি সদস্য হিসাবে এ ওয়েব সাইট ব্যবহারের সুযোগ পাবেন। ব্যবহারের পূর্বে ওয়েবসাইটের শর্তাগুলো পড়ে নেয়া প্রত্যেক ব্যবহারকারীর দ্বায়িত্ব ও কর্তব্য। আমরা আপনাকে বিনীতভাবে আমাদের সাইবার শর্তগুলি পড়ে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
১. শর্তাবলীঃ
১.১ www.jericoBd.com ও www.jericoBd.xyz এ সাইট ব্যবহারের অর্থ স্পষ্ট বা পরোক্ষভাবে প্রমান করে যে, জেরিকো কর্তৃক অনলাইনের নীতিমালাসমূহ মেনে চলতে আপনি সম্মত আছেন এবং ব্যবহারকারী হিসাবে ওয়েবসাইটের প্রদত্ত পরিষেবাগুলি আপনি গ্রহন করছেন এবং এর নীতিমালাগুলি মেনে চলবেন।
১.২ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (ICT Act 2006) এর শর্ত অনুসারে প্রযোজ্য ইলেকট্রনিক রেকর্ড গঠন করায় এই ওয়েবসাইট ব্যবহারের জন্য কোনও ফিজিক্যাল বা ডিজিটাল স্বাক্ষর প্রয়োজন না হলেও ব্যবহারকারীর মধ্যে একটি কার্যকর ও বাধ্যতামূলক চুক্তি সংগঠিত হচ্ছে বলে প্রিতিয়মান হয়।
১.৩ www.jericoBd.com ও www.jerico-Bd.com অনলাইন সাইট দুটি ” জেরিকো” কর্তৃক পরিচালিত যা বাংলাদেশের প্রচলিত সাইবার আইন অনুযায়ী অন্তর্ভুক্ত এবং ওয়েবসাইটের সমস্ত রেফারেন্সগুলি অনলাইন পোর্টালে অন্তর্ভুক্তির সকল নিয়মাবলীর মধ্যে অন্তর্ভুক্ত বলে বিবেচিত।
১.৪ এ ওয়েবসাইটের মধ্যে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে যা জেরিকো কর্তৃক পরিচালিত নয় এবং লিঙ্কযুক্ত সাইটের উপর জেরিকো’র কোন নিয়ন্ত্রণ নেই। লিঙ্কযুক্ত সাইটগুলিতে প্রতিটি সাইটের ব্যবহারের নীতিমালা এবং পরিষেবার শর্তাবলী স্ব–স্ব সাইটের শর্ত অনুসারে পরিচালিত। আপনার ব্যবহারের মাধ্যমে কোন প্রকার সমস্যা সৃষ্টি হলে জেরিকো কোনরকম দায়ী থাকবেনা।
১.৫ জেরিকো যেকোন সময়ে তার এ ওয়েব সাইটের প্রয়োজনীয় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। ওয়েব সাইট প্রকাশিত হবার পর পরিবর্তিত বা সংষোধিত শর্তাগুলি কার্যকর হিসাবে গণ্য করা হবে।
১.৬ নিম্নলিখিত নীতিমালা অনুসারে আপনার ও জেরিকার মধ্যে শর্তাবলির প্রয়োগ আর অব্যাহত থাকবে না যদিঃ
- জেরিকোর সাথে আপনার চুক্তি বাতিল করা হয়।
- জেরিকোর ওয়েব সাইটটি আর ব্যবহার না করেন।
- আপনার অ্যাকাউন্টটি বন্ধ করা হলে।
১.৭ পুর্বে উল্লেখ সত্ত্বেও পরবর্তীতে প্রকাশিত বিধিগুলি যেগুলি তাদের প্রকৃতি অনুসারে স্থায়ীভাবে কার্যকর থাকার উদ্দেশ্যে সক্রিয় ও সে গুলির শর্তগুলির অবসান / চুক্তির মেয়াদ শেষ হলেও সক্রিয় থাকবে।
২. ব্যবহারকারীর যোগ্যতাঃ
২.১ ওয়েব সাইটের ব্যবহার কেবলমাত্র এমন ব্যক্তিদের জন্য গ্রহণ যোগ্য যারা ১৮৭২ সালের চুক্তি আইন অনুযায়ী আইনগতভাবে চুক্তিবদ্ধ হতে পারে।
২.২ আপনি যদি নাবালক হন এবং বয়স যদি ১৮ বছরের কম হয়, তাহলে ব্যবহারকারী হিসাবে ওয়েবসাইটে নিবন্ধন করবেননা এবং লেনদেন ও ওয়েবসাইট ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
২.৩ ব্যবহারের শর্তাদি স্বীকার করে বা ওয়েবসাইটে লেনদেন এর মাধ্যমে ব্যবহারকারী এইমর্মে একটি অপ্রত্যাহারযোগ্য প্রত্যয়ন তৈরী করেন যে, তার বয়স বৈধ অর্থাৎ ১৮ বা তার বেশী কিংবা চুক্তিবদ্ধ হতে সক্ষম এবং ব্যবহারকারীর মধ্যে একটি চুক্তি সংগঠিত হয়েছে বলে গন্য হবে যেখানে প্রযোজ্য আইন অনুযায়ি ব্যবহারকারী ওয়েবসাইটে অনুমোদিত।
৩. যোগাযোগঃ
৩.১ আপনি যখন www.jericoBd.com ও www.jerico-Bd.com ব্যবহার করছেন বা ফোন বা ই–মেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছেন, আমরা আপনার সাথে যোগাযোগ করছি যা আপনার পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগের স্বীকৃতি বোঝায়। আপনি ও আমাদেরকে ই–মেইল, এসএমএস, ফোন কল বা ওয়েবসাইটে নোটিশ পোস্ট করে বা যোগাযোগের অন্যকোনও মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার অনুমতি দিচ্ছেন। চুক্তি ভিত্তিক উদ্দেশ্যে আমাদের কাছ থেকে লেনদেন মূলক, প্রচার মূলক অথবা বাণিজ্যিক বার্তাসহ আপনার অর্ডার সম্পর্কিত যেকোন যোগাযোগে আপনার সম্মতি আছে বলে বিবেচিত হবে যা উপরোক্ত ওয়েবসাইটে পোষ্টকৃত কোন প্রকাশনা আপনাকে পাঠানো ই–মেইল যোগাযোগের লিখিত বাধ্য–বাধকতাগুলো সম্পন্ন করবে।
৪. অ্যাকাউন্ট এবং দায়িত্বসমূহঃ
৪.১ যে কোন ব্যাক্তি নিবন্ধনের মাধ্যমে ওয়েবসাইটগুলি ব্যবহারক রতে পারেন অথবা অতিথি ব্যবহারকারী হিসাবে ব্যবহার করতে পারেন। একজন অতিথি ব্যবহারকারী (গেস্ট ইউজার) ওয়েবসাইটের সমস্ত বিভাগে অ্যাক্সেস নিতে পারবেন না।
৪.২ আপনি যদি ওয়েবসাইটে নিবন্ধন করতে চান তবে আপনার একটি বৈধ মোবাইল নাম্বার অথবা ফেসবুক একাউন্ট বা আপনার ই–মেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে অথবা ওয়েবসাইট নিবন্ধন ফর্মের নির্ধারিত বিবরন পূরণ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনি একটি পাসওয়ার্ড বা পিন নাম্বার পাবেন যা দিয়ে আপনি ওয়েবসাইটে অর্ডার করতে বা ব্যবহার করতে পারবেন।
৪.৩ ওয়েবসাইট ব্যবহারকরী নিজে ইউজারনেম এবং পাসওয়ার্ডের গোপনীয়তা বজায় রাখার জন্য দায়াবদ্ধ থাকবেন। ইউজারনেম এবং অ্যাকাউন্ট এর গোপনীয়তা বজায় না রাখলে উদ্ভুত কোন অঘটনের জন্য ব্যবহারকারী দায়ী থাকবেন এমনকি ব্যবহারকারী কম্পিউটার বা মোবাইল ফোনের অ্যাক্সেস (ব্যবহারের অনুমতি) নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন। যদি ব্যবহারকরীর কাছে এমন কোন কারন থাকে যে, বা বিশ্বাস করার কারন থাকে যে তাঁর পাসওয়ার্ডটি অন্য কেউ জানে বা অননুমোদিতভাবে ব্যবহার করছে বা ব্যবহারের সম্ভাবনা রয়েছে তবে সেক্ষেত্রে অতি দ্রুত তা তিনি আমাদেরকে জানাবেন।
৪.৪ আপনি এমর্মে সম্মত আছেন যে, আপনি এমন কোনও তথ্য প্রদান করেছেন যে, যা অসত্য, ভুল, বর্তমান নয় বা অসম্পূর্ণ বা আমাদের কাছে ব্যবহারের শর্তাবলী অনুযায়ী যদি সন্দেহ করার কোন কারন থাকে যে আপনার প্রদানকৃত তথ্য অসত্য, ভুল, বর্তমান নয় বা অসম্পূর্ণ তাহলে আমরা আপনার সদস্যপদ স্থগিত করার অধিকার সংরক্ষন করি।
৪.৫ জেরিকো কোনও পরিস্থিতিতে ব্যবহারকারীর কাছে কোনও ক্ষতিকর বা এধরনের অযোগ্যতা বা অব্যবহার্যতা থেকে উদ্ভূত দাবীগুলির জন্য দায়ী থাকবেনা এবং ব্যবহারকারীরা স্পষ্টতঃ এই ব্যাপারে জেরিকোর বিরুদ্ধে কোনও দাবী উৎত্থাপন করতে পারবেন না।
৫. ব্যয়সমূহঃ
৫.১ ওয়েবসাইট ব্রাউজিং এবং কেনাকাটায় অংশগ্রহনের জন্য জেরিকো কোন অর্থ বা ফি চার্জ করেনা এবং ব্যবহারকারীদের সদস্যপদ বিনামূল্যে প্রদান করে থাকে।
৫.২ জেরিকো সময়মত তার সেবা মূল্য পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। বিশেষ করে, প্রতিষ্ঠানটি তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে নতুন সেবা চালু করতে পারে এবং ওয়েবসাইটে দেয়া আংশিক বা সম্পুর্ণ পরিষেবা পরিবর্তন করতে পারে।
৬. স্বত্বাধিকারঃ
৬.১ ওয়েবসাইটের অন্তর্ভুক্ত বিষয়বস্তু, সামগ্রী এবং সফটওয়্যারসহ যেকোন সেবা জেরিকো ও তার সহায়ক প্রতিষ্ঠান ও অনুমোদিত অথবা লাইসেন্সধারী তৃতীয়পক্ষের সম্পত্তি। জেরিকো কর্তৃক লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোন উপাদান, অনুলিপি, উৎপাদন ও পুনঃউৎপাদন, প্রকাশ ও পুনঃপ্রকাশ, ইনস্টল, পোস্ট বা প্রকাশ, প্রেরণ, সংরক্ষণ বা বিতরণ করা যাবেনা।
৭. কুকিজঃ
৭.১ এই সাইটগুলি কুকিজ ব্যবহার করে, যার অর্থ হল আপনার কম্পিউটারে কুকিজ সক্রিয় থাকা উচিত যাতে এই সাইটের সমস্ত কার্যকরিতা সঠিকভাবে কাজ করতে পারে। কুকি একটি তথ্য সমৃদ্ধ ছোট ফাইল যা আপনার হার্ডড্রাইভে লিখিত হয়ে থাকে যখন আপনি নির্দিষ্ট ওয়েবসাইট পরিদর্শন করে থাকেন। কুকি ফাইলে কিছু নির্দিষ্ট তথ্য জমা থাকে যেমনঃ ক্রমাগত ব্যবহারকারীদের আইডি বা অ্যাকাউন্ট, যার মাধ্যমে ওয়েবসাইট একজন পরিদর্শককে নির্দিষ্ট করে দেয় পরিদর্শনকৃত (পূর্বে দেখা) ওয়েবপেজ বা পৃষ্ঠা অনুসরণ করার জন্য। একটি কুকি ফাইলে আপনার হার্ডডিস্ক থেকে তথ্য পড়া বা মুছে ফেলা অথবা অন্য ওয়েবসাইটের মাধ্যমে তৈরিকৃত কুকি ফাইল পড়তে পারেনা। কুকিগুলো কোন ব্যবহারকারীর তথ্য জানার জন্য স্বয়ং ক্রিয়ভাবে কাজ করতে পারেনা।
৮. প্রচারনামূলক কার্যকলাপঃ
৮.১ জেরিকো তার পরিষেবার উন্নয়নে বিভিন্ন বিজ্ঞাপন ও বাণিজ্যিক প্রচারে বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করে থাকে যা আমাদের বিশ্বাস ও সর্বশেষ জ্ঞান অনুসারে সত্য এবং প্রতারণামূলক বা অন্যায্য নয়। আমাদের পরিষেবাটি ব্যবহারের আগেপ্ রতিটি ব্যবহারকারীই ওয়েবসাইটে দেয়া প্রাসঙ্গিক তথ্যগুলো জেনে নিতে বাধ্য এবং এটি ধরে নেয়া হয় যে প্রতিটি ব্যবহারকারীই ওয়েবসাইটে প্রদত্তপ্ রতিটি তথ্য সম্পর্কে সচেতন।
৮. প্রচারনামূলক কার্যকলাপঃ
৮.১ জেরিকো তার পরিষেবার উন্নয়নে বিভিন্ন বিজ্ঞাপন ও বাণিজ্যিক প্রচারে বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করে থাকে যা আমাদের বিশ্বাস ও সর্বশেষ জ্ঞান অনুসারে সত্য এবং প্রতারণামূলক বা অন্যায্য নয়। আমাদের পরিষেবাটি ব্যবহারের আগেপ্ রতিটি ব্যবহারকারীই ওয়েবসাইটে দেয়া প্রাসঙ্গিক তথ্যগুলো জেনে নিতে বাধ্য এবং এটি ধরে নেয়া হয় যে প্রতিটি ব্যবহারকারীই ওয়েবসাইটে প্রদত্তপ্ রতিটি তথ্য সম্পর্কে সচেতন।
৮.২ ওয়েবসাইটে প্রদর্শিত পন্যের চিত্রগুলো শুধুমাত্র পন্য সম্পর্কে পরিচিতি বা ধারনা প্রদানের জন্য দেয়া হয়েছে মাত্র এবং এসব চিত্র জেরিকোর পক্ষ থেকে শতভাগ সঠিকভাবে স্থাপন করা হয়ে থাকে। এসব চিত্র স্থান–কাল–পাত্রভেদে প্রকৃত পণ্য ও প্রদর্শিত সংশ্লিষ্ট চিত্র থেকে ভিন্ন হতে পারে। যেকোন গোলযোগ বা অসামঞ্জস্যতার কারনে ওয়েবসাইটের কোন পণ্যে দৃষ্টিভ্রম বা রঙের কোন পরিবর্তন দেখা দিলে এবং এরজন্য অনাকঙ্খিত কোন পরিস্থিতি তৈরী হলে এর দায়ভার জেরিকো বহন করবেনা বা নিতে অস্বীকার করে যা আইন দ্বারা সম্পুর্নভাবে অনুমোদিত।
৮.২ ওয়েবসাইটে প্রদর্শিত পন্যের চিত্রগুলো শুধুমাত্র পন্য সম্পর্কে পরিচিতি বা ধারনা প্রদানের জন্য দেয়া হয়েছে মাত্র এবং এসব চিত্র জেরিকোর পক্ষ থেকে শতভাগ সঠিকভাবে স্থাপন করা হয়ে থাকে। এসব চিত্র স্থান–কাল–পাত্রভেদে প্রকৃত পণ্য ও প্রদর্শিত সংশ্লিষ্ট চিত্র থেকে ভিন্ন হতে পারে। যেকোন গোলযোগ বা অসামঞ্জস্যতার কারনে ওয়েবসাইটের কোন পণ্যে দৃষ্টিভ্রম বা রঙের কোন পরিবর্তন দেখা দিলে এবং এরজন্য অনাকঙ্খিত কোন পরিস্থিতি তৈরী হলে এর দায়ভার জেরিকো বহন করবেনা বা নিতে অস্বীকার করে যা আইন দ্বারা সম্পুর্নভাবে অনুমোদিত।
আমরা অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সাথে ঘোষনা করছি যে, উল্লেখিত শর্তাবলী আমাদের ব্যহারকারীদের কোনরূপ স্বার্থ বিরোধী বা স্বার্থ সংশ্লিষ্ট না হয়ে থাকলে বা কোন অংশে কারো কোনরূপ আপত্তি থাকলে আমাদেরকে লিখিতভাবে জানালে আমরা তা বিবেচনার ভিত্তিতে সমন্বয় করার চেষ্টা অব্যহত রাখবো। এছাড়া শর্তাবলীর কোন অংশে কোনরূপ ভুল-ভ্রান্তি পরিলক্ষিত হলে এবং তা আমাদের জানালে ব্যহারকারীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও দ্বায়াবদ্ধতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।

