আমাদের সম্পর্কে জানুন

জেরিকো  ১৯৯২ সালে চট্টগ্রামে প্রথম প্রতিষ্ঠা লাভ করে। চট্টগ্রাম আর্ট কলেজের একদল তরুণ ছাত্র সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নিয়ে গড়ে তোলে একটি প্ল্যাটফর্ম যেখানে সব শিল্পীদের কাজ করার একটি ক্ষেত্র তৈরী করা হয়। এর নাম করন করা হয় JeRiCo। শুরু থেকে বিজ্ঞাপনী সংস্থা হিসাবে এর কার্যক্রম চলতে থাকে। পরবর্তিতে সংস্থাটি নানা ক্ষেত্রে তার কার্যক্রমকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে। সংস্থাটি ওই সময়ে চট্টগ্রামসহ দেশব্যাপী নানারকম কাজে অবদান রাখে ও বেশ সফলতা এবং প্রশংসা অর্জন করে।

২০০৩ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও সাম্পান বানিজ্য উদ্যেগের সাথে যৌথভাবে “চট্টগ্রাম আন্তর্জাতিক বানিজ্য মেলা Citf-04” আয়েজন সংস্থাটির একটি সফল আয়েজন।

২০১৪ সালে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম আমদানি, রপ্তানি এবং সরবরাহকারী হিসাবে সম্প্রসারিত করে। বিভিন্ন ধরণের শিল্প মেটেরিয়েলস, পেইন্টিংস, বই, চিকিসা সরঞ্জাম, মেডিক্যাল সরঞ্জাম, কৃষিসম্প্রসারন পণ্য, সিকিউরিটি পণ্য, প্রসাধনী, ইলেকট্রনিক্সসহ নানা ধরনের পণ্য আমদানী ও রপ্তানী কাজে উদ্যোক্তার ভুমিকায় কাজ শুরু করে। দেশীয় নানা অপ্রচলিত পন্য যেমন: বাশ, বেত, পাট, ধানের তুষ, কলার বাকল ইত্যাদি ফেলে দেয়া আইটেম থেকে রিসাইকেল প্রক্রিয়ায় হ্যান্ডমেড পেপার প্রস্তুত এবং তা থেকে তৈরীকৃত নানা ধরনের হস্তশিল্প সামগ্রী প্রস্তুত করে দেশে ও বহিবিশ্বে বাজারজাত শুরু করে।

অনলাইন সপ:  নকল ও ভেজালমুক্ত নিরাপদ পন্য দেশের আপামর জনসাধারনের দোর গোড়ায় পৌছে দেয়ার লক্ষে ২০১৬ সালে সংস্থাটি চালু করে অনলাইন শপ www.jericoBd.com যা সম্পূর্ণতই একটি ই-কমার্স মার্কেট প্লেস। এখানে জেরিকোর নিজস্ব পণ্য ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান নিখরচায় তাদের পন্য বিক্রয় করতে পারেন। আমাদের সম্মানিত ক্রেতাগণ নিজেরাই বিশ্বের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ইন্টারনেট বা মোবাইল ব্যবহার করে যেকোন পন্য অর্ডার করতে পারেন নিশ্চিন্তে।

পেমেন্ট সুবিধা হিসাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মেবাইল ট্রান্সফার এবং ব্যাঙ্ক চেক এর মাধ্যমে পন্যের দাম পরিশোধ করতে পারেন নিরাপদে। আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো ক্রেতা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সম্পূর্ন বাকিতে পণ্য ক্রয় করতে পারেন অনায়াশে। দেশের বিখ্যাত ও নাম করা এবং বিশ্বস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমারা ক্রয়কৃত পন্য বিশ্বস্ততার সাথে পৌছে দেই ক্রেতার নিজ ঠিকানায়।

প্রতিষ্ঠানটি গুণমানে বিশ্বাস করে এবং যাদের রয়েছে শতভাগ সততা। তাই ওয়েবসাইটের সমস্ত পণ্যের সত্যতা এবং সতেজতা নিশ্চিত করা হয় সবার আগে। আমরা কোয়ালিটির সাথে আপোষ করিনা কখনো। আমাদের পরিষেবা গ্রহনে আপানি আমারে সাথে থাকবেন সর্বদা এই প্রত্যাশা সবসময়। আপনার অনুপ্রেরণা এবং সহযোগিতায় আমাদের ই-শপ www.jericoBd.xyz পৌঁছে যাবে তার নিজস্ব লক্ষ্যে।

ধন্যবাদ,

জেরিকো